ময়মনসিংহ প্রতিনিধি:
জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহের গৌরীপুরে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রোববার তালা ঝুলছে। কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। ফলে ফিরে গেছে শিক্ষার্থীরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মো. এনামূল হক সরকার জানান, উপজেলার মাধ্যমিক পর্যায়ে সব প্রতিষ্ঠানে তালা ঝুলছে। আমরা ঢাকায় অবস্থান করছি। আন্দোলনে সব শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করায় অভিবাদন জানাচ্ছি।
এদিকে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা ফেরদৌসী জানায়, স্যারেরা আসেন নাই। ক্লাসেও হয়নি। তাই ফিরে যাচ্ছি।
নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, স্যারেরা আন্দোলন আছেন, তাই ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।