ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার ‘বাল্যবিয়ে; বাড়ছে কিশোরী মাতা-নবজাতক মৃত্যু, বিবাহবিচ্ছেদ ও মামলা’ প্রতিরোধকল্পে গণসচেতনতা কর্মসূচি ‘বাল্যবিবাহকে না বলুন’ লাল কার্ড প্রদর্শন, গণসচেতনতায় পথসভা ও হাটে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।
সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বাল্যবিবাহকে না বলুন লাল কার্ড প্রদর্শনীতে ‘১৮ এর আগে বিয়ে নয়, ২১ এর আগে মা নয়’ ও গৌরীপুরকে বাল্যবিবাহ মুক্ত করার অঙ্গীকার পাঠ করান প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ। এরপর শাহগঞ্জ বাজারে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগে বাল্যবিয়ের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।
শাহগঞ্জ সহরবানু উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিয়ে বিরোধী সমাবেশে বাল্যবিয়ের কুফল তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান। সঞ্চালনা করেন গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব।
বক্তব্য রাখেন- সহরবানু বালিকা উচ্চ প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুরুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মদ, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সহরবানু বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খলিলুর, নুর মোহাম্মদ কালন, মো. আব্দুল হাই, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, লিপিকা দে, জয়নাল আবেদিন, নাজিম উদ্দিন, হাবিবা খানম, শাহীনুর ফেরদৌস, লাকী আক্তার, হারিছা আক্তার, স্বজন শামীম আনোয়ার প্রমুখ।