গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসিরউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়ায় গেলেও বাকী তিনজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আব্দুল আলীম (২৫) বরিশাল রেঞ্জের পুলিশ সদস্য।
ওসি মো. নাসীর উদ্দীন জানিয়েছেন, চট্রগ্রাম ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাগেরহাটে যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে।
এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তখন ঘটনাস্থলেই পুলিশ সদস্য আব্দুল আলীমসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।