এম আব্দুল লতিফ সিদ্দিকী।।
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
আজ১৮অক্টোবর, মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে সিটি কর্পোরেশন পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, প্যানেল মেয়র এড আয়েশা আক্তার সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান, গাসিক বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, শাহজাহান মিয়া সাজুসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।