গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে দু’নারীসহ ৫ জন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। রবিবার সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটকৃতদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৬টি গ্যাসলাইটার, ৪টি কাচি, এক কেজি গাজা, ৫৫ হাজার ৫শ নগদ টাকা ও ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মো: বাদল হোসেন, মোঃ কফিল উদ্দিন, মোসাঃ স্বার্ণা বেগম, মোসাঃ ফাতেমা ও মোঃ ফয়সাল আহমেদ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি আরিফুর রহমান জানান, সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্টের আর্টিঃ মেজর আসিফ রহমানের নেতৃত্বে একটি দল সিটি করপোরেশনের লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং মাদক ব্যবসার অভিযোগে তাদের আটক করে গাজীপুর সদর থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি আরিফুর রহমান জানান।