আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেনারেল হাসপাতালের উন্নয়নে ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গাইবান্ধার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে হাসপাতালের মূল ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় তারা বলেন , দীর্ঘদিন থেকে হাসপাতালের উন্নয়নে ৭ দফা দাবিতে মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু এসব দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ বা কার্যক্রম শুরু না হওয়ায় আন্দোলনের ধারাবাহিকতায় আজকের এ অবস্থান কর্মসূচি। দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।