আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজা গ্রুপের রাজা পেপার এন্ড বোর্ড মিলের কারখানার বিষাক্ত বর্জ্য থেকে রক্ষা পেতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী জনগণ। স্মারকলিপিতে দ্রুত প্রতিকারের দাবী জানানো হয়েছে।
২৯ ডিসেম্বর রোববার দুপুরে এ স্মারকলিপি প্রদান
করা হয়। এ সময় ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নারীনেত্রী হ্যাপী বেগম, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, প্রধান শিক্ষিকা নূরে দিবা শান্তি, কৃষক জাহিদুল ইসলাম, কৃষক শাহীন মিয়া, কৃষক আমজাদ হোসেন, রাজা মিয়াসহ অনেকে।
ভুক্তভোগীদের অভিযোগ, এই কারখানার বর্জ্য সরাসরি খালের পানিতে ফেলায় দূষণের কবলে ইতোমধ্যে বিলুপ্ত হয়েছে দেশীয় প্রজাতির মাছসহ জলজপ্রানী । কারখানা থেকে নির্গত কালো ধোয়া, ছাই ও বর্জ্যের কারণে ক্ষতিকর প্রভাব পড়েছে ফসলি জমিতে। এছাড়া বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষজন। এর প্রভাব থেকে রক্ষা পেতে এক মাস আগে উপজেলা নির্বাহী বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ দাখিল করা হয়। অজ্ঞাত কারনে ওই অভিযোগের কোন কার্যকরি ব্যবস্থা গ্রহন করা হয়নি। ফলে আবারও উপজেলা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে বি়ভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করা হয়েছে।