আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
” প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস।কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, বর্ণাঢ্য র্র্যালি ও দিনব্যাপী মেলা।
১৮ ডিসেম্বর বুধবার গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে
দিনব্যাপী দিবসটি পালন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের উপাধাক্ষ্য প্রফেসর আব্দুর রশিদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নপসারুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়কারী আশরাফুল আলম সহ অন্যান্যরা।