আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার লক্ষ্মীপুরে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগা বাজার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি লেংগা বাজার সড়ক প্রদক্ষিন করে। এসময় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকগণসহ
আশেপাশের নারী ও পুরুষরা র্যালীতে অংশ নিয়ে দিবসটির মর্যাদা বৃদ্ধিতে প্রতিবন্ধী শিশুদের উৎসাহিত করেন।
শেষে, বিদ্যালয়টির সভাপতি মোঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ রোকেয়া বেগম, প্রধান শিক্ষক মোঃ আঙ্গুর মিয়া, আনিজার হক, ছাত্র মোঃ লিখন মিয়া।
বক্তারা বলেন, তারা ২০১৬ সাল থেকে অত্র বিদ্যালয়ে বিনা বেতনে বিশেষ শ্রেণীর শিশুদেরকে শিক্ষা সেবা দিয়ে আসছেন। তবে তাদের প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত না হওয়ার কারনে তারা কোন বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত সময়ের মধ্যে প্রতিবন্ধী স্কুলগুলো এমপিওভুক্ত করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান।