আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধায় রাস্তা সংলগ্ন পতিত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বক্স সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পতিত জমি থেকে ভ্যাকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় ২ মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন যাবৎ পতিত জমি থেকে মাটি উত্তোলন করায় ঝুকিতে পড়েছিল রাস্তা, বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিসহ সেখানে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় তিনি স্থানীয় এলাকাবাসী, ইউ পি চেয়ারম্যান ও সাদুল্লাপুর থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের উপস্থিতিতে ২ মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।