আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার নামের ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের একটি চৌকস দল।মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে এক অভিযান চালিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রাম হতে ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দার আমদির পাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডল এর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের চৌকস দল আমদির পাড়া গ্রামের সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারের বাড়িতে অভিযান চালায়। এসময় বিক্রয়ের উদ্দেশ্যে বসতঘরে রক্ষিত ১০ হাজার ২’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সাঘাটা থানার ওসি তদন্ত সোহেল রানা বলেন, মাদক কারবারি সাহাদত হোসেন মন্ডল ওরফে ছায়দারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাঘাটা থানায় একটি জি আর মামলা (নং ১৪৭) রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।