আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধায় মন্দির থেকে মাছ চাষ প্রকল্পে বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জের ধরে সিদাম চন্দ্র দাস (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের মাছের আড়তে এ ঘটনা ঘটে।সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা হত্যার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সিদাম চন্দ্র দাস বোনারপাড়া ইউনিয়নের ছাট কালাপানি গ্রামের মৃত মইম চন্দ্র দাসের ছেলে। সে বোনারপাড়া বাজারের মাছ আড়তের ব্যবসায়ী ছিলেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা জানান, বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে । ঘটনার তদন্তপূর্বক জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন পিপিএম ঘটনা স্থল পরিদর্শন করেন । তিনি সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি তদন্ত করছি । তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।