সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
স্পেনের খেতাফে এলাকায় বিশুদ্ধ কুরআন শিক্ষা প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রোববার (২ অক্টোবর) দুপুর ২টায় খেতাফে এলাকার বাংলাদেশি পরিচালনাধীন আন নূর জামে মসজিদে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বিশুদ্ধ কুরআন শিক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হারুন মোল্লা।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তামিম আবু বক্কর ও মসজিদের ইমাম মাওলানা তাইজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন মসজিদের উদ্যোক্তা আলামিন মিয়া ও কুরআন তিলাওয়াত করেন হাফিজ আক্তার হোসেন। এ সময় বক্তব্য দেন- বায়তুল মুকাররম মসজিদের সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,বায়তুল মুকাররম মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদ উল্লাহ, শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদের সভাপতি মাওলানা খলিলুর রাহমান, উছেরা জামে মসজিদের ইমাম মাওলানা ফুরকান আহমদ।
এ সময় আরও বক্তব্য দেন- বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের সভাপতি নুর হোসেন পাটোয়ারী, অ্যাসোসিয়েশন ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, সাধারণ সম্পাদক সেলিম আলম, বৃহত্তর ফরিদপুরের সাবেক সভাপতি হেমায়েত খান, সাবেক সাধারণ সম্পাদক তুতা কাজী, ব্যবসায়ী আবুল হোসেন, সাইফুল মুন্সি ইকবাল, খলিল খান, ইকবাল হোসেন, আসাদ আলীসহ খেতাফে ও মাদ্রিদ কমিউনিটির কুরআনপ্রেমী ধর্মপ্রাণ ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি হয়।