ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজায় আজ বিজয়া দশমী।আজ বুধবার (৫ অক্টোবর) সিঁদুর খেলা মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের এ বছরের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপুজা।
বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ, দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর।
দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব। বিকেলের দিকে এ উপস্থিতি হয় ভিড়ে পরিণত।উৎসবকে ঘিরে দৌলতপুর থানাধীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির সভাপতি তিলক গোস্বামী
তাঁরা জানান,দুর্গোৎসবে করোনা মহামারির প্রভাব কাটিয়ে পদচারনায় মুখরিত হয়েছে মন্দির-মণ্ডপ। উৎসবকে ঘিরে মানুষের মাঝে বিপুল আনন্দ বিরাজ করছে।দেবী মায়ের কাছে প্রার্থনা, দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সুখ ও সমৃদ্ধি হোক। এই সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর (জোন) আবু জাফর, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, পিআই দৌলতপুর (জোন) কামাল হোসেন, এসআই হুমায়ুন, এসআই আলমগীর, এ এসআই কামাল হোসেন, ও আরো আইন শৃঙ্খলা বাহিনী নেতৃবৃন্দ