ইমরান মোল্লা স্টাফ রিপোর্টার
শনিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়, সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য র্যালি শেষে “আন্তর্জাতিক প্রবীণ দিবস ” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী মহোদয় খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে অতিথিবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।