খুলনা প্রতিনিধি:
প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে খুলনার বড় বাজারের তুলাপট্টির আগুন। এই আগুনে পুড়ে গেছে অন্তত ৭টি দোকান।
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বড় বাজারে দুপুর দেড়টার দিকে আগুন লাগে। বেলা ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সালেহ উদ্দিন আরও বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ণয় করা হবে।
স্থানীয়রা জানান, প্রায় দেড় ঘণ্টার আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় আড়াই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
বড়বাজারের ব্যবসায়ী সাহাবুল জানান, বুধবার দেড়টার দিকে বড়বাজার জুতাপট্টি ঘাটের পাশে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে যায়। এতে অ্যালুমিনিয়ামের দোকানসহ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।