থুলনা প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ অনুষ্ঠানের কথা রয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতা থেকে শুরু করে জেলা, উপজেলা পর্যায়ের নেতারা ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। বিভাগের প্রতিটি জেলায় প্রায় প্রতিদিনই সভা, সমাবেশ এবং প্রচার মিছিল করছেন দলের নেতাকর্মীরা।
বিএনপি নেতাদের দাবি, খুলনার সমাবেশে দশ লাখের মতো কর্মীসমাবেশ ঘটাবেন তারা। এরই মধ্যে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের যৌথ সভায় আজ ও আগামীকাল ২২ অক্টোবর আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দও প্রতিদিনই কড়া প্রতিবাদ জানাচ্ছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দুই দলের দ্বিতীয় সর্বোচ্চ দুই নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। মির্জা ফকরুলের দাবি, সরকার গণসমাবেশ বানচাল করতে পরিকল্পিতভাবে গণসমাবেশের দিন খুলনায় বাস চলাচল বন্ধ করে দিয়েছে। পক্ষান্তরে ওবায়দুল কাদের এটা স্থানীয় বাস মালিক-শ্রমিকদের নিজস্ব ব্যাপার অভিহিত করেছেন।