December 22, 2024, 8:11 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

খুলনার গণসমাবেশে হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, October 23, 2022
  • 132 দেখা হয়েছে

 

এম আব্দুল লতিফ সিদ্দিকী ।।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণ সমাবেশে যোগদানকালে আগের রাতে নেতাকর্মীদেরকে গ্রেফতার করে ভয়-ভীতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের অর্ধ শতাধিক নেতাকর্মী কে গ্রেফতার করা হয়েছে৷ এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি রায়হান আল মাহমুদ রানা ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক রহমান লিখন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তারা বলেন, পিরোজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা মাখম শেখ এর সন্তান, পিরোজপুর সদর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতা ইমরান আহমেদ সজিব, মোড়লগঞ্জ পৌর শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ খান চুন্নুকে বেধরক পিটুনি দিয়ে রক্তাক্ত করায় এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে প্রজন্মের বাগেরহাট জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সহ-সভাপতি ইমরুল হোসেন বাবু, বাগেরহাট পৌরসভা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, বাগেরহাট সদর থানা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধে প্রজন্ম সাধারণ সম্পাদক মোঃ মিঠু হাওলাদার, ফকিরহাট থানা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সহ-সভাপতি নয়ন হাওলাদার সোহাগ, মোড়েলগঞ্জ থানা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সাধারণ সম্পাদক আক্কাস ফরাজী, মুক্তিযুদ্ধের প্রজন্মের রিফাত হাওলাদার,রিয়াদ হাওলাদার, তানভীর মিয়া,রাজিব হাওলাদার, লাভলু শেখ, এল মিল হাওলাদার, আরমান হাওলাদার বাগেরহাট জেলার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতা ও কর্মীদেরকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
শান্তিপূর্ণ সমাবেশে খুলনা বিভাগের প্রতিটি জেলার নেতাকর্মীদেরকে হামলা, নির্যাতন, পরবর্তীতে মামলা করেছে শাসক দল। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী তার এক বক্তব্যে বলেছেন, খুলনার সমাবেশ শান্তিপূর্ণ করার জন্য সরকার নাকি সহযোগিতা করেছেন। এই যদি হয় সরকারের সহযোগিতার নমুনা তাহলে আমাদের বলার কিছু নেই। নেতৃবৃন্দ আরো বলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যারা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদের সুস্থতাও কামনা করেন।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102