লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধান ইউনিট এবং মিটিং দ্যা আন্ডার নিউটরিশন চ্যালেঞ্জ প্রকল্প ( এফ এ ও ) আয়োজিত খাদ্য বৈচিত্র্য অর্জনে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আনীত গবেষণা কার্যক্রম সংক্রান্ত কর্মশালা ১৬ অক্টোবর সকাল ১১ টায় সুনামগঞ্জ শহীদ জগত জোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সাবেক অতিরিক্ত সচিব ও এফ এ ও ন্যাশনাল গভর্ন্যানস পলিসি এডভাইজার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সভাপতি খায়রুল হুদা চপল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফ এ ও রিসার্চ ডাইরেক্টর মাহবুবুর রহমান, মার্কেটিং এন্ড মনিটরিং ইন্সপেক্টর ডঃ মনিরুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু। আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর ওসি এল এস ডি আব্দুল কাইয়ুম, সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল বরকত, লক্ষণ শ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর ওদুদ সহ অন্যান্য ষ্টেকহোলড্যার গণ ।
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় মানুষের পুষ্টি বৃদ্ধি কল্পে নানা গবেষণার জন্য এই কর্মশালার আয়োজন। মানুষ যাতে আরও বেশি খাদ্য নিরাপত্তার আওতার মধ্যেই থাকে সে জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।