দিনাজপুর প্রতিনিধি
খরচ কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেঅন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সোমবার বিকেলে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামা কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
৩০ অক্টোবর হজের প্যাকেজ ঘোষণা করা হবে জানিয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘এবার হজের খরচ কমে যাবে। প্যাকেজের মূল্য কমানো হবে।’
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, এই অর্থনীতি নামের ঘরের দরজা খোলা, সিন্দুকের তালা নেই। বিভিন্ন দেশ থেকে ৩০ মিলিয়ন ডলারের সার আমদানি করা হচ্ছে কিন্তু এই টাকা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’
এরআগে ধর্ম উপদেষ্টা উপজেলা পরিষদের পৌঁছালে উপজেলা প্রশাসন ধর্ম উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, সহকারি কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের একটি চৌকশ দল উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় বাংলা হিলি আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা উপস্থিত ছিলেন।