March 14, 2025, 9:18 am
ব্রেকিং নিউজ
শনিবার ২ কোটি ২৬ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল মহাসড়কে বাধা সৃষ্টি করা যাবে না: আইজিপি আছিয়া আর নেই জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা ভোরে স্বরাষ্ট্র উপদেষ্টার আকস্মিক থানা পরিদর্শন ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে : আইন উপদেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় পিলখানা হত্যাকাণ্ড: হাসিনাসহ ১৫ জনকে সাক্ষ্য দিতে ডাকল তদন্ত কমিশন ফ্যাসিবাদ তাড়িয়েছি আবার কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়: হাসনাত অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা ভোলা-বরিশাল-ঢাকা গ্যাস পাইপলাইনের সিদ্ধান্ত ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর কম সংস্কার চাইলে ডিসেম্বরে, অন্যথায় জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা শাহী মসজিদ বস্তির আগুনে পুড়ল দেড়শ ঘর, দুটি বাস পাকিস্তান থেকে চাল নিয়ে জাহাজ এল চট্টগ্রামে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ

ক্ষুধা লাগলেই খাবার খেতে রেস্টুরেন্টে চলে যায় হনুমানটি

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Friday, December 22, 2023
  • 90 দেখা হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলা সদরে কয়েক দিন ধরে একটি হনুমান ঘোরাঘুরি করছে। দুপুর হলেই খাবার খেতে চলে যাচ্ছে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে বসে হনুমানের খাবার খাওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

১৫ ডিসেম্বর জাজিরা উপজেলা সদরের টিঅ্যান্ডটি মোড়ে রুনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দুপুরের দিকে একটি হনুমান ঢুকে। হনুমানটি খাবার টেবিলে বসে যায়, আকার ইঙ্গিতে খাবার চায়। দোকানের মালিক ও কর্মচারীরা এই ঘটনা দেখে অবাক হন। পরে তারা একটি প্লেটে হনুমানটিকে খাবার দেন। খাবার খেয়ে হনুমানটি দোকান থেকে বের হয়ে যায়।

হনুমানের খাবার খাওয়ার ঘটনা ভিডিও করে রাখেন রেস্টুরেন্টের মালিকের ছেলে হানিফ ব্যাপারী। গত মঙ্গলবার হানিফ ওই ভিডিও ফেসবুকে পোস্ট করেন। পরে ভিডিওটি অনেকে শেয়ার করেন। এ বিষয়ে হানিফ ব্যাপারী গণমাধ্যমকে বলেন, ‘আমি কখনো সামনাসামনি হনুমান দেখিনি। হোটেলে হনুমান ঢুকছে দেখে প্রথমে একটু ভয় পেয়েছিলাম। খাবারের জন্য টেবিলে বসে বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছিল। তখন প্লেটে তাকে খাবার দেওয়া হয়। শান্তভাবে বসে খাবার খেয়ে হনুমানটি চলে যায়। ঘটনাটি অন্য রকম মনে হওয়ায় ভিডিও করে রাখি। ফেসবুকে দিতেই তা ছড়িয়ে পড়ে।’

রেস্টুরেন্টের মালিক সামাদ ব্যাপারী বলেন, হনুমানটি আরও কয়েক দিন তার রেস্টুরেন্টের পাশে এসেছে, কিন্তু ভেতরে ঢোকেনি। বাইরে থেকে খাবার খেয়ে চলে গেছে। বিডিক্লিন নামের একটি সংগঠনের সমন্বয়ক পলাশ খান বলেন, কয়েক দিন ধরে জাজিরা পৌর এলাকায় একটি হনুমান ঘুরছে। সে কোথায়ও স্থির থাকে না। এ জন্য তার দেখভাল ও শুশ্রূষা করা যাচ্ছে না। তার ক্ষুধা লাগলে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের সামনে আসে। আবার খাবার খেয়ে চলে যায়।

পৌরসভার বিভিন্ন স্থানে একটি হনুমান ঘুরে বেড়ানোর তথ্যের সত্যতা নিশ্চিত করে জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর বলেন, ‘আমাদের অঞ্চলে আগে কখনো হনুমানের দেখা মেলেনি। হনুমানটি কোথা থেকে এসেছে, তা বুঝতে পারছি না। শুনেছি সে কারও কোনো ক্ষতি করছে না। আমরাও নজর রাখছি কেউ যাতে হনুমানের কোনো ক্ষতি করতে না পারে। আর চেষ্টা করব পৌরসভা থেকে হনুমানটির জন্য খাবার সরবরাহ করতে।’

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102