April 3, 2025, 4:08 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

কেন্দুয়ায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Wednesday, April 2, 2025
  • 9 দেখা হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

কেন্দুয়ায় দুই গ্রামের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত র লোকজন তাদের মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এ সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামের কিছু সংখ্যক যুবক ঈদের পরদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে ছবিলা গ্রামের ব্রিজে ঘুরতে যায়। এ নিয়ে ছবিলা গ্রামের লোকজন তাদের আসাকে ভালো দৃষ্টিতে নেয়নি। পরে তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ছবিলা গ্রামের লোকজন ওই বলাইশিমুল গ্রামের যুবকদের মারধর করে তাড়িয়ে দেন।

মারধরের প্রতিবাদে বুধবার বলাইশিমুল গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ছবিলা গ্রামের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের একপর্যায়ে বলাইশিমুল গ্রামের লোকজন পিছু হটতে বাধ্য হয়। পরবর্তীতে বলাইশিমুল গ্রামবাসী মাইকিং করে লোকবল বৃদ্ধি করে পুনরায় ছবিলা গ্রামের সঙ্গে সংঘর্ষের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে বলাইশিমুল বড় গ্রাম হিসেবে তারা বিষয়টি মেনে নিতে পারছে না। পরিস্থিতি যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ ঘটার আশঙ্কা রয়েছে।

ছবিলা গ্রামের আলিমুদ্দিন জানান, বলাইশিমুল গ্রামের লোকজন তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102