ইমরান মোল্লা:
কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দের অবসর ও বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান ১১ জুলাই সোমবার বিকাল ২.৩০ ঘটিকায় কেএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা, বিপিএম-সেবা এঁর সভাপতিত্বে অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) সাঈদ আহম্মেদ, পিপিএম-সেবা এবং অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) বিমল কৃষ্ণ মল্লিক’র পটুয়াখালী জেলায় বদলীজনিত বিদায় উপলক্ষে ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এদিকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার ও উপস্থিত শীর্ষ পুলিশ কর্মকর্তাবৃন্দ কেএমপি’তে অবস্থানকালীন বিদায়ী অতিথিদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং মান্যবর পুলিশ কমিশনার ভবিষ্যতে সততা ও নিষ্ঠার সাথে কর্তব্য পালনের জন্য উপদেশ প্রদান করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ।