কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে তালের রস খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষে সংঘর্ষে পলান কবিরাজ (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানিয়েছেন, বুধবার সকালে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি জানান, সকাল সাতটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকে এলাকার দুই পক্ষের মধ্যে সংঘাত হয়। সেটা ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন পলান। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানা জানান, ওই এলাকার সাদেক আলী নামে একজন তালের রস বিক্রি করেন। সেখানে রস পান করতে যান স্থানীয় এনামুল কবিরাজ ও তার লোকজন। স্থানীয় মোকা বিশ্বাস আপত্তি জানালে তার সঙ্গে দ্বন্দ্বে জড়ান এনামুল কবিরাজ।
তিনি আরও জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষ কথাকাটাকাটি মীমাংসা করে দেওয়া হয়। এরপর বুধবার সকালে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সেই মারামারি থামাতে গিয়েই বাঁশের আঘাতে মারা যান পলান।