কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় জনবান্ধব ভূমিসেবা ও জরিপ কার্যক্রমে মাঠ প্রশাসনের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে এ কর্মশালের উদ্বোধন করেন (গ্রেড-১) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মহ: মনিরুজ্জামান। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ইফতেখার হোসেন, উপসচিব ও উপ প্রকল্প পরিচালক এ.টি.এম আজহারুল ইসলাম। কর্মশালায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি কর্পোরেশন, একটি পৌরসভা ও দুটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন (EDLMS) প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের EDLMS প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদ এনডিসি।
কর্মশালায় বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে সরকার ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, সার্ভে, ডাটাবেজ ও সমন্বিত ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার আধুনিক সার্ভে প্রযুক্তির সহায়তায় ২০১৮ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত EDLMS প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় তিনটি সিটি কর্পোরেশন (ঢাকা-চট্টগ্রাম ও রাজশাহী), ১টি পৌরসভা ও যশোর জোনের আওতায় কুষ্টিয়া পৌরসভার অধীনে ২২৯০৭২.৪৮ একর ও ৯৭৯.৪৫ বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে ৬৩৪টি মৌজায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় ৬টি জরিপ লোকেশনে ৫৮৯টি মৌজায় ডিজিটাল ভূমি জরিপ (মৌজা ম্যাপ ও রেকর্ড) সম্পন্নকরণ করা হবে। এছাড়াও Real Time update প্রক্রিয়ায় মিউটেশনের সাথে সাথে ম্যাপ সংশোধন করা যাবে। একবার জরিপ করা হলে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে অটোমেশন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হবে। ভূমি ডাটা ব্যাংক প্রতিষ্ঠা করা হবে বিধায় ভূমি মালিকগণ তাদের প্রত্যাশিত তথ্য সহজেই অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। মৌজা ম্যাপ ও ভূমি মালিকানা স্বত্বের মধ্যে লিংকেজ স্থাপন করা হবে বিধায় সংশ্লিষ্ট ভূমি মালিকগণ স্ব স্ব দাগের নকশা সহজে দেখতে পাবেন। ভূমি বিবাদ কমবে ও ভূমি উন্নয়ন কর আদায় সহজতর হবে। ভূমি জরিপ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সহজ হবে। নগর পরিকল্পনা এবং এর উন্নয়নে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ভূমি সংক্রান্ত ডাটা সহজে আদান-প্রদান করা যাবে এবং প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনার মধ্যে আন্তঃলিংক স্থাপন করে ডিজিটাল ভুমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এসিল্যান্ড, ভূমি ব্যবস্থাপনার সাথে জড়িত কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।