কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (সিঙ্গাপুর সময় রাত সাড়ে ৮টায়) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। আরফানুল হক রিফাতের মৃত্যুতে নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।