সভাপতি কবি নুরুল আলম মিয়াজী, সাধারণ সম্পাদক : প্রফেসর শরীফুল ইসলাম মজুমদার
জামাল উদ্দীন দামাল:
২১ অক্টোবর সন্ধ্যায় নগরীর ইয়াম্মী পার্টি সেন্টারে কুমিল্লা সাহিত্য সংসদ নামে সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা-কবি-চিত্রশিল্পী সৈয়দ আহমাদ তারেক। সংগঠনের সভাপতি কবি মো: নুরুল আলম মিয়াজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি কবি-নাট্যাভিনেতা মোহাম্মদ শাহজাহান, সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক-নির্বাহী সদস্য জামাল উদ্দিন দামাল, সহসভাপতি গীতিকবি শফিকুল ইসলাম ঝিনুক। নির্বাহী সদস্য-নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর শরীফুল ইসলাম মজুমদার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জাতীয় কবি সোসাইটির সাধারণ কবি শিপন মানব, সাংবাদিক রবিউল বাশার, কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জয়নাল আবেদীন রনি, সৃজনশীল লেখক এসএ এম আল মামুন, দপ্তর সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আবদুর রহমান প্রমুখ।
সভায় কবি মো: নুরুল আলম মিয়াজীকে সভাপতি ও প্রফেসর শরীফুল ইসলাম মজুমদারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কুমিল্লা সাহিত্য সংসদ নামে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল।