জেসমিন জেসি আলভি(লাঙ্গলকোট,কুমিল্লা):
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লাঙ্গলকোট উপজেলাধীন কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি নিয়ে বঙ্গবন্ধুর জীবন নিয়ে রচনা, কবিতা আবৃত্তি এবং দেশাত্মবোধক গানের অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওমর ফারুক, সহকারী শিক্ষক মুমিনুল হক মজুমদার, সেলিম শামস রেজওয়ান মজুমদার, আমেনা খানম লিমা,রাহেলা আক্তার, তাছলিমা আক্তার, লায়লা আক্তার, শাহনাজ আক্তার, রহিমা বেগম, জ্যোস্না আক্তার রুশদিয়া ফেরদৌস। এ সময় প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেছেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাঙ্গলকোট উপজেলাধীন কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দিবসটি নিয়ে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত করেছেন অত্র স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র আরাফাতুর রহমান আরাফ।