অনলাইন ডেস্ক:
কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান-মোঃ মুমিনুল ইসলাম ভূইয়ার এক মাত্র ছেলে মোঃ “মাজহারুল ইসলাম ভূইয়া ” বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ করেন।
বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৪ বি এবং এসপিএসএসসি-২০২৪ বি কোর্স এর কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)-২০২৪ আজ বৃহস্পতিবার যশোরস্থ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।ছাড়া তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময়ে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ প্রেমে উজ্জীবিত হয়ে একাগ্রতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২৪বি এবং এসপিএসএসসি-২৪বি কোর্স এর ৭৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
৮৫তম বাফা কোর্সের ৬৩ জন অফিসার ক্যাডেট (পুরুষ-৫২ , নারী-১১), ডিরেক্ট এন্ট্রি-২৪বি ও এসপিএসএসসি-২৪বি কোর্সের ১১ জন (পুরুষ-১০, ফিমেল-০১) অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান,যশোরের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, কমান্ড্যান্ট এয়ার কমোডর শাহ কাউছার আহমদ চৌধুরী, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি বিএ-৪২৮৮ মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, কোর্স মেম্বার এয়ার কমোডর শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেসিও, সৈনিক ও ৮৫তম অফিসার ক্যাডেটদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।