কুবি প্রতিনিধি:
শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির একদিন পরেই অর্ধশত মোটরসাইকেল নিয়ে বহিরাগতদের শোডাউনের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সব হল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হলগুলো বন্ধ থাকবে।
আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ভার্চ্যুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে বলা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এ সময়ের মধ্যে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ছাড়া অন্য পরিবহন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণার পর গতকাল দুপুরে আচমকা মোটরসাইকেল শোডাউন ও বাজি ফাটানোর ঘটনা ঘটে। এরপরই সাবেক কমিটির ছাত্রলীগ নেতাকর্মীরা হল থেকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বের হয়ে আসে। ফলে ক্যাম্পাসজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।