কুমিল্লা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা পেশাজিবী সাংবাদিক ইউনিয়ন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সংগঠনের সিঃ সহ- সভাপতি মোঃ বাবর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েলরানা মজুমদার এর নেতৃত্বে কুমিল্লা পেশাজিবী সাংবাদিক ইউনিয়নের সদস্যরা কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় কুমিল্লা পেশাজিবী সাংবাদিক ইউনিয়নের সহ- সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, সহ-সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, দপ্তর সম্পাদক, মোঃ রবিউল বাশার খান,নির্বাহী সদস্য, নেকবর হোসেন,নারায়ন কুন্ড, সাইদুর রহমান সোহাগ,সদস্য,জসিম উদ্দিন, সাংবাদিক জামাল উদ্দিন দামাল, সাংবাদিক মোঃ কামরুজ্জামান,সাংবাদিক সোহাগ মিয়াজী,সাংবাদিক মোঃ শাফি, সাংবাদি মাইনুল হকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। (সেলিব্রেশন এফেক্ট দিয়ে পাঠিয়েছেন)