কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় আনন্দঘন পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লায় ঈদুল ফিতরের নামাজ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায়। ৩১মার্চ ২০২৫ খ্রিঃ নির্ধারিত সময়ের আগেই কুমিল্লা সিটি কর্পোরেশনের বিশালবড় ঈদগাহ মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়েযায়। মাঠে স্থান না পেয়ে বিপুল সংখ্যক মানুষ ঈদগাহের বাইরে আশে পাশের রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজে অংশ নিতে দেখাগেছে। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাতে মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লি শামিল হয়েছেন। এবছর অন্যান্য বছরের তুলনায় ঈদগাহে মুসল্লিদের সংখ্যাছিল খুব বেশী।
অসংখ্য শিশুদেরও ঈদের জামাতে শামিল হতে দেখা গেছে।
জামাতে ইমামতি করেছেন কুমিল্লা কান্দিরপাড় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও কেন্দ্রীয় ঈদগাহের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহীম। নামাজ শুরুর আগে কুমিল্লাবাসীকে ঈদমোবারক ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
নামাজে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
ঈদের নামাজের খুতবা শেষে মোনাজাতে মুসলিম বিশ্বের শান্তি কামনা করা হয়। সে সঙ্গে সমগ্র মুসলমানের সুখ সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।
•
আবেগে আপ্লুত মুসল্লিরা চোখের জলে মুনাজাতে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চান। এছাড়া মুনাজাতে দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কুলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও মহানগরের বিভিন্ন এলাকার ঈদগাহে এবং মসজিদে সকাল ৮টা থেকে বিভিন্ন সময়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।