December 22, 2024, 9:00 am
ব্রেকিং নিউজ
১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শনিবার মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিচ্ছেন না খালেদা জিয়া যথাসময়েই হবে ইজতেমা, ছাড় পাবে না সহিংসতাকারীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে: তারেক রহমান জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ, দাবি সাদ গ্রুপের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, সেনা মোতায়েন বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো যাবে না পুলিশ ভেরিফিকেশন কোথাও থাকবে না: কমিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে: সিইসি স্কুলে ভর্তির লটারি আগামীকাল, ফলাফল দেখবেন যেভাবে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন আন্দালিব রহমান পার্থ স্বাধীনতা বিক্রি করা আ.লীগ এখন ভারতে পালিয়েছে: জামায়াত আমির ২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: শিল্প উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক কুমিল্লা বুড়িচং থানা শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মাজহারুল ইসলাম ভূইয়া বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫ তম বাফা কোর্স ২০২৪, ফ্লাইং অফিসার পদে কমিশন লাভ

কুমিল্লা আবাসিক মালিক পক্ষ ও এলাকাবাসীর সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া মারধর ; আহত ৪

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, November 3, 2022
  • 105 দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক;
পুলিশ স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার ৩নভেম্বর দুপুর আনুমানিক ১টায় কুমিল্লা সদরের আলেখারচর মহাসড়কের পাশে অনৈতিক দেহ মাদক সহ অবৈধ ব্যবসার প্রতিবাদ জনিয়ে এসব অপকর্ম বন্ধ করতে বলেন। নিয়ে স্থানীয় এলাকাবাসী ও প্রথম প্রতিবাদ কারীদের সাথে আবাসিক হোটেল কর্মচারীদের সাথে বাকবিতন্ডা হয়। পরে আলেখারচর আপন ও বৈশাখী হোটেল মালিক পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে স্থানীয় ইউপি সদস্য আবুল মেম্বার, গাড়ী চালক তোফায়েলসহ কয়েকজনের ওপর হামলা করে। দুপুর আনুমানিক সোয়া ২টায় এলাকাবাসী সম্মিলিত ভাবে প্রতিবাদ করলে এলাকা থেকে সটকে পরে হোটেল কর্মচারী ও মালিকের ভাড়াটে বাহিনী। কুমিল্লায় ফেরার পথে ঘটনাস্থলে দাঁড়িয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধ অনৈতিক কর্মকান্ডের হোটেলগুলো বন্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী থানাধীন নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মামুনকে নির্দেশনা দেন।

ভুক্তভোগী ২নং উত্তর দুর্গাপুর ইউপি’র ৪নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের সহ স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আবাসিক হোটেলের নামে অবৈধ ব্যবসা করছে তারা। এবিষয়ে স্থানীয়দের কয়েকজন প্রতিবাদ করায় তাদেরকেও লাঞ্ছিত করা হয়। আবুল হোসেন মেম্বার বলেন, ❝হোটেলে কি ঘটেছে তা আমি জানি না, বাড়ি থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলাম এসময় আশেপাশে এলাকার বেশকিছু সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে গাড়ির ওপর হামলা করে। খোঁজ নিয়ে জানতে পারি হোটেল মালিক জালাল ও জসিম উদ্দিন শান্তর ভাড়াটিয়া ও মাসোহারাভোগী বখাটে সন্ত্রাসী তারা। দেশীয় অস্ত্রসহ লাঠিসোঁটা রড নিয়ে গাড়িতে আঘাত করে আমার ওপর এসে চড়াও হয়।❞

❝হোটেলের সামনে ও মহাসড়কে শতাধিক সন্ত্রাসী শোডাউন করে ধাওয়া ও হামলা চালায় এলাকাবাসীর ওপর। হামলা ও মারধরের ভিডিও করার সময় স্থানীয় গাড়ি চালক তোফায়েলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ভাড়াটে সন্ত্রাসীরা। এলাকার যুব ও তরুণ সমাজ নষ্ট হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে আগেও, সাংবাদিকরা সবই জানে এসব হোটেলগুলোতে কি হয়। দিনদিন তারা আরো বেশী বেপরোয়া হয়ে যাচ্ছে। স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণীরা তো ধ্বংস হচ্ছেই সেই সাথে এর প্রভাবে নৈতিক ও সামাজিক অবক্ষয়ও বাড়ছে। এসব অপকর্ম বন্ধে প্রশাসনের কাছে জোড়ালো দাবি জানাচ্ছি❞ ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের প্রতিবেদকে এসব কথা বলেন।।

এসব বিষয়ে জানতে আবাসিক হোটেল আপন ও বৈশাখি হোটেল মালিক ম্যানেজার কাউকে খোঁজ করে পাওয়া যায়নি। একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।

এবিষয়ে ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের ৪নং ইউপি সদস্য আবুল মেম্বার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ।
বৃহস্পতিবার দুপুরের পর থেকেই ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার জেরে আলেখারচর আমতলী মহাসড়ক সংলগ্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো বলে জানা যায়।

কোতয়ালি মডেল থানাধীন নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ হাতে পেলে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আমতলী আলেখারচ ঝাগুরঝুলি এলাকায় বৈশাখী, অভি, রাজধানী ও নীলপদ্ম সহ বেঙের ছাতার মত গজিয়ে ওঠা আবাসিক হোটেল নামক মাদক জুয়া পতিতাবৃত্তি সহ নানা অপরাধ ও অনৈতিক কর্মকান্ডের আখাড়াগুলোতে অপকর্ম বন্ধের দাবি জানিয়ে আসছে স্থানীয় এলাকাবাসী।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102