কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। শুক্রবার ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান সিরাজ।
জেলা আইনজীবী সমিতির অফিস সূত্র জানায়, ১৫টি পদের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি আহছান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক আবু তাহেরসহ ১২ পদে বিজয়ী হয়েছেন। বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীসহ ৩ জন জয়ী হয়েছেন। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ১২২১ জন। এরমধ্যে ১১৪৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন।