কুমিল্লা প্রতিনিধি:
স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায়… এই শ্লোগান কে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজের অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ সভাপতি ও সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি শাহ্ মো. আলমগীর খান ।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ- অভিভাবকদের উদ্দেশ্যে বলেন- আপনাদের সন্তানকে কলেজে নিয়মিত উপস্থিত ও শ্রেণির পাঠগ্রহণে উৎসাহ দিতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে শিক্ষার্থীকে প্রস্তুত করার জন্য উপযুক্ত জায়গা হলো শ্রেণিকক্ষ, শ্রেণি কার্যক্রমের মাধ্যমে শিক্ষক সৃজনশীল প্রশ্ন প্রনয়ন, উত্তর দেওয়ার কৌশল, অনুশীলন সম্পর্কে জ্ঞান দান করেন। ফলে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর তৈরির বিভিন্ন কৌশল সম্পর্কে বুঝতে পারে এবং সে অনুসারে তা প্রয়োগ করতে সক্ষম হয়। পর্দাথবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা এর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আদনান ছাত্তার মজুমদার ।
এতে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়া মজুমদার মোহাম্মদ ইমরান হোসাইন প্রভাষক মো. হাসান ভূঁইয়া, মোহাম্মদ মনির হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, সুফিয়া আক্তার, নিশাত মাহমুদ, মো. জাবেদ হোসেন, মিঠুন মজুমদার, সাইফুল ইসলাম, আয়েশা আক্তার, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস।