কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন— কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন— কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম নার্গিস আক্তার, বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহাম্মদ এলটি, ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ মজুমদার, কলেজ সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, কাহেতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সভাপতি কাজী নঈম উদ্দীন আহম্মেদ।কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমতিয়াজ মজুমদার, ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মিঠুন মজুমদার। এতে উপস্থিত ছিলেন প্রভাষক মো: হাসান ভূইয়া, আরিফুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, সুফিয়া আক্তার, ফয়েজুল হাসান বাবু, নিশাত মাহমুদ, সাইফুল ইসলাম