April 1, 2025, 11:58 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

কুমিল্লায় মঞ্জুরুল-রেজভিউল স্লোগানে মুখরিত বিএনপির সমাবেশ

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Sunday, February 23, 2025
  • 31 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় মঞ্জুরুল-রেজভিউল স্লোগানে মুখরিত হতে দেখা গেছে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সমাবেশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলার চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া খেলার মাঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি,দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে এই চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়,পূর্ব নির্ধারিত এ সমাবেশে কুমিল্লা উত্তর জেলার অংশ হিসেবে দেবিদ্বার উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এসে যোগ দেয়।এ সময় সবার মুখে মুখে কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের সাবেক ৪ বারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী ও তাঁর ছেলে দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী সমর্থনে ও স্লোগানে পুরো সমাবেশের মাঠ মুখরিত হতে দেখা যায়।নেতাকর্মীরা তাদের সমর্থনে প্লেকার্ড,পেস্টুন ও ব্যানার নিয়ে এ সময় মাঠে অবস্থান নেয়।উপস্থিত অতিথিবৃন্দ এ সময় হাত নেড়ে তাদেরকে অনুপ্রেরণা যোগাতে দেখা যায়। সরেজমিনে আরো দেখা যায়,দেবিদ্বারে বিএনপি দুটি গ্রুপে বিভক্ত হওয়ার কারণে এই গ্রুপের সমর্থন ও স্লোগান দেখে অন্য গ্রুপটি ঈর্ষান্বিত হয়ে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সিকে থামানোর চেষ্টা করেন এবং বক্তব্য প্রদানে বাধা প্রদান করার চেষ্টা করেন। সমাবেশে উপস্থিত দেবিদ্বার থেকে আগত তৃণমূল পর্যায়ের অনেক নেতা কর্মী থেকে জানা যায়,দেবিদ্বারে বিএনপি পরিচয় দিয়ে একটি চক্র বিএনপির বিরুদ্ধেই গভীর ষড়যন্ত্র করছে। তারা অভিযোগ করে বলেন,ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগকে তাদের দলে ভিড়িয়ে ষড়যন্ত্রকারীরা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ,দখলদারিত্ব প্রতিনিয়ত এসব করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা বিএনপি’র ইমেজ ক্ষুন্ন করছে বলেও অভিযোগ করেন তারা। নাম প্রকাশ না করার শর্তে দেবিদ্বার থেকে আগত সমাবেশে যোগ দেয়া এক প্রবীণ বিএনপি নেতা বলেন,দেবিদ্বারের মূল বিএনপিকে নিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহ দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে রেজভিউল আহসান মুন্সি।আগামী সংসদ নির্বাচনে মঞ্জুরুল আহসান মুন্সিকে দলীয় মনোনয়ন দেয়া না হলে এ আসনে বিএনপি’র মারাত্মক বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন এই প্রবীণ নেতা।উল্লেখ্য,কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি মোঃ আখতারুজ্জামান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এএফএম তারেক মুন্সি’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক(কুমিল্লা)অধ্যক্ষ সেলিম ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তাক মিয়া (সহ- সাংগঠনিক সম্পাদক,বিএনপি,কুমিল্লা অঞ্চল )। সমাবেশে বক্তব্য প্রদান করেন তরুণ বিএনপি নেতা খ্যাত দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি সহ জেলা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102