কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় জলাতংক রোগ বিস্তার রোধে ক্যাট’স হোম বিড়ালের বাড়ি এর আয়োজনে বিনামূল্যে রেবিস ভেক্সিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লা নজরুল এভিনিউস্থ ক্যাট’স হোম বিড়ালের বাড়িতে ক্যাম্পে রেবিস ভেক্সিন পুশ করেন প্রানী চিকিৎসক ডাক্তার আসিফ মাহমুদ। এসময় স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য সেবা দেয়া হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন, ক্যাট’স হোম বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা রোটাঃ মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, সদস্য সচিব লাকী রহমান, সদস্য জান্নাতুল নাঈমা শুরভী, মিম ইসলাম, চিকিৎসা সহকারি ফারহানসহ আরো অনেকে।
একজন শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় প্রায় অর্ধশতাধিক বিড়ালকে রেবিস ভেক্সিন পুশ করা হয়।