July 8, 2025, 6:40 pm
ব্রেকিং নিউজ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কারাগারে নকশিকাঁথা শিখে স্বাবলম্বী নারী কয়েদিরা এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা কাকরাইলে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পবিত্র আশুরা পালিত নির্বাচনের আগে অবশ্যই সংস্কার-বিচারের সুরাহা হতে হবে: নাহিদ গত ১৫ বছরে কেমন সাংবাদিকতা হয়েছে, পুনর্মূল্যায়নে জাতিসংঘের সাহায্য চেয়েছে সরকার:প্রেস সচিব বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা সেই সাবেক সহকারী কমিশনার ঊর্মি চাকরিচ্যুত ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমল এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন ইমাম-খতিবদের সুখবর দিলেন ধর্ম উপদেষ্টা খুলনা প্রেসক্লাব থেকে বেরিয়ে শুনি প্রেস সচিব অবরুদ্ধ: ফয়েজ আহম্মদ

কুমিল্লার দাউদকান্দিতে নির্মাণের সময়ই ভেঙে পড়ল ঘাটলা

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, June 30, 2025
  • 6 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দিতে ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ঘাটলা ভেঙে পড়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে গিয়ে এমনটা ঘটেছে। তবে ঘাটলাটি পুনরায় ঢালাই করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।

সরেজমিন জানা গেছে, আইপিসিপি প্রজেক্টের আওতায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার পুকুরে একটি ঘাটলা নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। মেসার্স রাসেল আহম্মেদ মজুমদার এন্টারপ্রাইজ গত মাসে কাজটি শুরু করে।

সোমবার (৩০জুন) ঘাটলার স্লাব এবং সিঁড়ির ধাপ ঢালই করার সময় সেন্টারিং সরে মাঝখানে থেকে ধসে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা প্রকৌশলীর অবহেলা ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে ঘাটলাটি নির্মাণ করতে গিয়ে ভেঙে পড়েছে। কাজের শুরু থেকেই তদারকির অনেক অভাব ছিল।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শাকের উল্লাহ বলেন, কাজটি শুরু করার দিন ইঞ্জিনিয়ার অফিসের লোক আসছিল। এরপর আর কেউ আসেনি। ঠিকাদার বা ইঞ্জিনিয়ার কেউ আমাদের কিছু জানায় না বা এ কাজের কোনো কাগজপত্রও আমাদের দেয়নি। আমরা জানি না কত টাকা ব্যয়ে কাজটি হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাসেল আহমেদ মজুমদারের স্বত্বাধিকারী রাসেল আহমেদ বলেন, ঈদের আগে সাটারিং করা ছিল, মিস্ত্রি চেক না করে ঢালাই শুরু করলে ভেঙে পড়েছে। কাজটি পুনরায় করা হবে।

দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, কাজের তদারকি কর্মকর্তা ঘাটলার রড চেক দেওয়ার সময় ১৬ মিলির স্থলে কিছু সংখ্যক ১২ মিলি রড পায়। আমাকে জানালে ১২ রড খুলে স্পেসিফিকেশন মোতাবেক পুনরায় ১৬ মিলি রড বাইন্ডিং করে আমাকে জানাতে বলি এবং ডিজাইন অনুযায়ী সাটার করতে বলি। আজকে ঠিকাদার আমাকে না জানিয়ে ঢালাই শুরু করলে সেখানে সাটার ফেইল করে মর্মে অবগত হই।

পরবর্তীতে, পুনরায় ডিজাইন মোতাবেক সাটার করে স্পেসিফিকেশন মোতাবেক রড বাইন্ডিং সম্পন্ন করে আমাদের অবগত করার জন্য ঠিকাদারকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102