কুমিল্লা প্রতিনিধি:: কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন (উপসচিব পদে পদোন্নতি প্রাপ্ত) বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করে কুমিল্লা কালেক্টরেট স্টাফবৃদ্ধ।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শিউলী রহমান তিন্নির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সদর দক্ষিণ ইউএনও শুভাশিষ ঘোষ, আদর্শ সদর ইউএনও কানিজ ফাতেমা, সিনিয়র সহকারী কমিশনার রাজীব চৌধুরী, আমিনুল ইসলাম, সহকারী কমিশনার অতীশ সরকার ও কানিজ ফাতেমা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলায়াত করেন আবু কাউছার।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমানের সজ্ঞালনায় বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মো: মমিনুল হক, মো: আইয়ুব আলী, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ আবু হানিফ, উপ-প্রশানিক কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
এ সময় সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।