কুমিল্লা প্রতিনিধি:
ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে গাছ নিধন নয়,সৃজনই হোক লক্ষ্য।।মেটা কমিনিউনিটি এক্সেলরেটর প্রোগ্রাম এর অন্তর্ভূক্ত অপরাজিতার সিআইপি কমিউনিটি ইনিশিয়েটিভ প্ল্যান এর প্রথম প্রজেক্ট কুমিল্লা স্কুল ক্যাম্পেইন।
আপরাজিতার মডারেটর মোস্তাকিম রাসেল এর সঞ্চালনায় গ্রুপের এডমিন ইঞ্জিনিয়ার যারিন তাসনীম এর সভাপতিত্বে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক তাওহীদা আক্তার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মামুন মুন্সী,কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা ফাতেমা বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অপরাজিতার এডমিন কলি নাহার, উপদেষ্টা প্যানেলের সদস্য মামুনুর রশিদ সিপন,ফখরুল জসিম, মডারেটর সাজ্জাদ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রতিনিধী কাজী জয়নব ইসলাম সাথী, গ্রুপ মেম্বার আব্দুল মান্নান সহ প্রমুখ।
বক্তরা বলেন প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ,দূষণমুক্ত পরিবেশ,অর্থনৈতিক উন্নয়ন,দারিদ্র্য বিমোচনে বৃক্ষরোপণ ও বনায়ন রক্ষা এবং পরিকল্পিত একটি বাগানই হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়তে গাছ নিধন নয়, সৃজনই হোক লক্ষ্য।
আপরাজিতার গ্রুপের এডমিন ইঞ্জিনিয়ার যারিন তাসনীম সভাপতির বক্ত্যবে বলেন মানুষকে বৃক্ষ রোপনে, বারান্দা বাগান বা ছাদ বাগানে আরও উদ্বুদ্ধ করতে এবং বৈশ্বিক উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে গাছ লাগানোর কোন বিকল্প নেই, তাই বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষ রোপণে কাজ করে যাচ্ছে অপরাজিতা ২০১৮ সাল থেকে।
অনুষ্ঠানের শেষে বিনা মূল্যে গাছ বিতরণ এর কর্মসূচির অংশ হিসাবে কুমিল্লা কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাদে ও মাঠে বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষ রোপন শেষে কুমিল্লার আপরাজিতার সদস্য,জনসাধারণ,স্কুল ছাত্রছাত্রী মাঝে সম্পুর্ন বিনামূল্যে বনজ,ফলজও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।