April 3, 2025, 2:11 am
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

কুমিল্লায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Saturday, August 5, 2023
  • 83 দেখা হয়েছে

এন.সি জুয়েল,কুমিল্লা :

কুমিল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার(৫ আগস্ট) সকালে আদর্শ সদর উপজেলার শুভপুর শেখ কামাল ক্রীড়া পল্লীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,দোয়া অনুষ্ঠান, বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে।পরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ কামালের জীবন বিষয়ক আলোচনা সভা,স্মৃতিচারণ ও ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার এমপি।কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি খন্দকার মু: মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার, কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান রোমেল, কুমিল্লা সদর উপজেলার আওয়ামীলীগ সভাপতি কাজী আবুল বাশার, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ বাহাদুর হোসেন সহ অনন্যারা।আলোচনা সভায় সুশীল সমাজের প্রতিনিধি ,রাজনীতিবীদ, শিক্ষক, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

বুড়িচংয়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

কুমিল্লার বুড়িচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।এই উপলক্ষে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়েছে।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ কামালের জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা -৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান এমপি।বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।এসময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানাত খন্দকার,বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির হোসেন মিঠু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সামিউল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

চান্দিনায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত


কুমিল্লার চান্দিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে তার স্মরণে চান্দিনা উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, চান্দিনা পৌরসভা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি – ১, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চান্দিনা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া,সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার,উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, জেলা পরিষদের সদস্য মো. বজলুর রহমান,চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন খাঁন।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হাজী আবদুল মালেক, মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহ সেলিম প্রধান প্রমুখ।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102