April 1, 2025, 11:55 pm
ব্রেকিং নিউজ
আমরা দেশে শান্তি চাই: প্রধান উপদেষ্টা চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির

কুমিল্লায় মিডিয়া টিমকে হারিয়ে আইনজীবি ক্রিকেট টিম চ্যাম্পিয়ন

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Monday, February 24, 2025
  • 21 দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

মিডিয়া-আইনজীবী ক্রিকেট ফেস্ট-২০২৫ এর ম্যাচে মিডিয়া ক্রিকেট টিমকে ১৮৮ রানে হারিয়ে আইনজীবি টিম চ্যাম্পিয়ন হয়েছেন ।

সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মিজানুর রহমান খান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মফিজুল ইসলাম, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুব আলম বাবু, কুমিল্লার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সেলিম রেজা মুন্সী।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির আমোদ প্রমোদ বিষয়ক সম্পাদক এডভোকেট আছিয়া মেহজাবিন নিশু, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি এডভোকেট নাজমুল বারী চৌধুরী, কুমিল্লা আইনজীবী টিমের ম্যানেজার এডভোকেট মোঃ সাইফুল আলম , টুর্নামেন্টের অন্যতম সমন্বয় এডভোকেট মোশারফ টিটু, কুমিল্লা সমিতির সদস্য এডভোকেট কামরুন নাহার প্রমূখ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় কুমিল্লা জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু , কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু, জেলা ফুটবল কোচ শাহীন, আম্পায়ার শাকিল ও মারুফ, স্কোরার অমি এবং এডভোকেট মোশাররফ টিটুকে।

ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন এডভোকেট রিয়াজ। এছাড়া সেরা বোলার নির্বাচিত হয়েছেন এডভোকেট বাবলু, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রিয়াজ ও সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন সাংবাদিক মাহফুজ আনোয়ার সৌরভ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

খেলায় আইনজীবী দলের অধিনায়ক এডভোকেট মিনহাজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আইনজীবী দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩০৯ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৪৪ রান করেন এডভোকেট রিয়াজ, এডভোকেট মাহমুদ ৭৫ রান করেন। মিডিয়া দলের পক্ষে হাসান ফরহাদ ২ টি, সোহান, সুমন কবির ও সৈয়দ রাজীব একটি করে উইকেট পেয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে মিডিয়া ক্রিকেট দল ১২১ রানে অলআউট আউট হয়ে যান। দলের পক্ষে মাহফুজ নান্টু ৪৪ রান, সুমন কবির ৩৪ রান ও মাইনুল হক স্বপন ১৫ রান করেন। আইনজীবী দলের পক্ষে এডভোকেট বাবলু ৩ উইকেট, এডভোকেট আল হাদিস ২টি উইকেট পান।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102