স্টাফ রিপোর্টার,কুমিল্লা
কুমিল্লায় মাইক্রো চালক মোঃ লিটন হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারের সদস্য ও এলাকাবাসী। ২২ ডিসেম্বর সকালে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করা হয়।
গত ২০ অক্টোবর সন্ধ্যায কুমিল্লা সিটির মোগলটুলীতে মাইক্রো ড্রাইভার পলিন এর ইটের আঘাতে লিটন নামে আরেক ড্রাইভার নিহত হয়। ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত লিটন নগরীর গয়াম বাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। পলিন ও লিটন সম্পর্কে চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলিন পলাতক রয়েছে।
মানববন্ধনে মোঃ লিটন হত্যার বিচার দাবি করেন নিহত লিটনের স্ত্রী মোসাম্মদ স্বপ্না, ছেলে অনিক, অভি ও নিহত লিটনের ভাই হত্যা মামলার বাদী মোঃ শাহজাহান ও এলাকাবাসী। তারা বলেন লিটন হত্যার প্রায় তিন মাস অতিবাহিত হচ্ছে কিন্তু খুনি পলিন এখনো আটক হয় নাই উল্টো আমাদের হুমকি দমকি দিচ্ছে। মানববন্ধন থেকে দ্রুত খুনি পলিনকে আটক করে বিচারের আওয়ায় আনার দাবি করা হয়। মানববন্ধনে আরো উপন্থিত ছিলেন মহানগর রেন্ট এ কার শ্রমীক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, স্থানীয় মেম্বার মোঃ চারু, রোখা আক্তার।