মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু,কুমিল্লা
বাংলাদেশ রেলওয়ের কুমিল্লায় কর্মরত পরিচ্ছন্ন কর্মী নান্টু বাবু এর চাকুরী জীবন সমাপ্তির কারণে আজ মঙ্গলবার সকাল ১১ টা কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কুমিল্লা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমানের সভাপতিত্বে তার অফিস কক্ষে এউপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে কর্মরত সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রেলওয়ের মেডিকেল বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া নান্টু বাবু কে তার সন্মানে এক বিদায় সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদ্য যোগদান কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস,আই (নিঃ) মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন, সহকারী ষ্টেশন মাষ্টার কুমিল্লা রাফাতুল ইসলাম ও মন্জুরুল ইসলাম এস,আই আরএনবি কুমিল্লা। এসময় রেলওয়েতে কর্মরত থাকাকালীন তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশংসা করে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমান কুমিল্লা,সহকারী স্টেশন মাস্টার রাফাতুল ইসলাম, বুকিং সহকারী কুমিল্লা জাহাঙ্গীর আলম, রিস্তা নূর, মামুন ওর রহমান সিকদার,বুকিং সহকারী ( পার্শ্বেল)কুমিল্লা, টিসি জিয়া কুমিল্লা,পরিচ্ছন্ন কর্মীর প্রধান রুবেল, রানা প্রমুখ। স্টেশন মাষ্টার মাহবুবুর রহমান ও প্রধান অতিথি মোস্তফা কামাল তার বক্তব্যে সদ্য অবসরে যাওয়া নান্টু বাবুর সুস্বাস্থ্য কামনাসহ দীর্ঘ জীবনে রেলওয়েতে কর্মরত থাকাকালীন তার কর্তব্যের প্রশংসা করেন। আরো উপস্হিত ছিলেন আরএনবি ও জিআরপির সদস্যরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মোঃ জসিম উদ্দিন প্রধান বুকিং কুমিল্লা।