March 31, 2025, 12:06 am
ব্রেকিং নিউজ
চাঁদ দেখা গেছে,বাংলাদেশে কাল ঈদ ঢাকায় কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান সারজিস খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার টেলিটক গ্রাহকদের সুখবর দিলো সরকার বাংলাদেশ কুরআনের উর্বর ভূমি: ধর্ম উপদেষ্টা ছুটির দিনেও রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক খোলা রাখার নির্দেশ দুদকের মামলা: সাবেক মন্ত্রী নাসিমের ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা পাসপোর্ট নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা পুলিশের ৪৩ কর্মকর্তাকে বদলি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা করার সুপারিশ আ.লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে: নাহিদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি এনসিপির ‘গণমাধ্যমের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে সরকার’

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারালেন নারী

রিপোর্টারের নাম:
  • আপডেট টাইম Thursday, March 27, 2025
  • 8 দেখা হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী পোশাকশ্রমিককে চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেড গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মরত ওই নারী প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) আলতাব হোসেন এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) স্বাক্ষর হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ দিয়েছেন মির্জাপুর থানায়।
ভুক্তভোগী নারী পোশাকশ্রমিক অভিযোগ করেন, কয়েক মাস আগে তিনি সাউথইস্ট গার্মেন্টস প্রতিষ্ঠানে যোগদান করেন। চাকরি শুরু করার পর থেকেই অফিসের দুই কর্মকর্তা তাকে একাধিকবার কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭ মার্চ তাকে বেতন বাড়ানোর কথা বলে একটি কাগজে স্বাক্ষর করতে বলা হয়। স্বাক্ষর দেওয়ার পর তার আইডি কার্ড কেড়ে নিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এরপর ২০ মার্চ ওই নারীকে অফিসে ডেকে শারীরিক সম্পর্কের প্রস্তাবে রাজি হলে তাকে চাকরি ফিরিয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়, কিন্তু তিনি রাজি না হলে তাকে আবারও অফিস থেকে বের করে দেওয়া হয়। পরে ২২ মার্চ তিনি মির্জাপুর থানায় অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করেন।

অপরদিকে, সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার আলতাব হোসেন বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। গত তিন মাসে কর্মদক্ষতা না বাড়ানো এবং বেশ কিছু অনুপস্থিতির কারণে নিয়ম অনুযায়ী তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

তদন্দকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, তাই এ বিষয়ে এখন মন্ত্যব্য করা সম্ভব নয়।

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...
themesba-lates1749691102