সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) উপজেলার ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একে এম ফরিদুল হক শাহিন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপি অন্যতম সদস্য ও ড্যাব নেতা ডা. ইউনুস আলী,
সাবেক তিন বারের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ও বর্তমান জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ইফতেখারুল ইসলাম শ্যামা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন,। আজ দেশে একটি স্থিতিশীলতা এসেছে। বিএনপি বর্তমান সরকারের সকল ন্যায় ভিত্তিক কাজে সহায়তা করবে। আমরা আশা করছি বর্তমান সরকার আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবে। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।