নাঙলকোট প্রতিনিধি:
দ্বিতীয় দফায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কাকৈরতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী। গত ১৫ই মার্চ বুধবার সকাল এগারো ঘটিকায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান সাহেব কে এক দল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং বিদ্যালয়র ছাত্র ছাত্রী দের পিটিয়ে এবং স্কুলের ফার্নিচার ভাংচুর করে। এ সময় প্রধান শিক্ষকের জমানো পিকনিক এর নগদ তিপ্পান্ন হাজার টাকা নিয়ে যায়। এ হামলার প্রতিবাদে গত ১৬ই মার্চ বৃহস্পতিবার সারা নাঙলকোট উপজেলা র শিক্ষক সমিতির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সভার আয়োজন করেছেন।সেই দিনের প্রতিশ্রুতি হিসেবে গত রবিবার একযোগে সারা নাঙলকোট উপজেলা র মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ নিজ নিজ স্কুল প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করে। সকলের দাবি একটাই অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
এ মামলার আয়ু এস আই রবিউল ইসলাম বলেন মামলা তদন্ত চলছে। আমাদের অভিযান তল্লাসী অভ্যাহত।।
এ বিষয় নিয়ে লাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল বলেন, অপরাধী যেই হোক না কেনো শাস্তি পেতে ই হবে। আইন অন্ধ আইন সমান। একজন শিক্ষকের উপর বর্বরোচিত হামলা মেনে নিতে পারছি না।