হায়দার আলী চট্টগ্রাম:
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ প্রায় ৪৮ ঘন্টা পর শিকলবাহা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ কলেজ ছাত্রের নাম- মোঃ মিনহাজ। মিনহাজ হলেন- বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সি পাড়ার মোঃ মাহমুদুল হকের ছেলে। বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন মিনহাজ।
২১ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে শিকলবাহা এলাকায় কর্ণফুলী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবরটি জানান। নিখোঁজ মিনহাজের আত্মীয় স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এর আগে গত বুধবার বিকাল ৫ টার দিকে বোয়ালখালী অংশে কর্ণফুলী নদীর পূর্ব পাড়ে কালুরঘাট সেতুর নিচে ফেরিঘাট এলাকায় বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় নদীতে পড়ে গিয়ে মিনহাজ নিখোঁজ হন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নিখোঁজ মিনহাজের আত্মীয় স্বজনরা দিন-রাত তল্লাশি চালান। শুক্রবার রাতে কর্ণফুলী নদীতে শিকলবাহা এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।