হায়দার আলী (স্টাফ রিপোর্টার) চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ আবাসিকের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে পেটে ছুরিকাঘাতে নিহত একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহটি হলো- মোহাম্মদ কায়েস (৩৩)। কায়েস হলেন- পটিয়া উপজেলার জিড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈয়গ্রামের আবু তাহেরের ছেলে।
২১ জানুয়ারি (শনিবার) সকালে ছুরিকাঘাতে নিহত কায়েসের মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গণমাধ্যমে জানান, “সিডিএ আবাসিক এলাকা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পড়ে থাকা কায়েস নামে এক জনের মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, “তার পেটে ছুরিকাঘাত করে হত্যা করে লাশটি ফেলে চলে যায়। এ বিষয়ে তদন্ত চলছে।”